মহামারী করোনাভাইরাসের কারণে জিডিপি'তে প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংকের এক অনুষ্ঠানে এমন আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে আমদানির ৯০ শতাংশই আসে চীন থেকে। বাজার যেন অস্থির হয়ে না পড়ে সে ব্যাপারে সরকার সতর্ক আছে। চীন থেকে মশলা ও গার্মেন্টসের ফেব্রিকস আনা হয়। অবস্থা বিবেচনা করে এগুলো তৃতীয় কোন দেশ থেকে আনা হবে। এ ব্যাপারে বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে আলোচনা হয়েছে। তারা মতামত দিলে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা