নোবেল করোনাভাইরাস নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে একদিনেই মারা গেছে ৯৭ জন। যার মধ্যে ৯১ জনই চীনের হুবেই প্রদেশের বাসিন্দা।
চীন সরকার জানিয়েছে, রবিবার রাত পর্যন্ত করোনাভাইরাসে মোট ৯০৮ জনের মৃত্যু হয়েছে। শুধু হুবেই প্রদেশে মারা গেছে ৮৭১ জন। এ ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ১৭১ জন।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, নতুন করে এ ভাইরাসে তিন হাজার ৬২ জন। এর মধ্যে হুবেই প্রদেশের আছে ২ হাজার ৬১৮ জন। হুবেই প্রদেশের মধ্যে উহান শহরেই আক্রান্তের সংখ্যা বেশি।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। হুবেই প্রদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৬৩১ জন। মহামারী আকার ধারণ করায় বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সূত্র: সিএনবিসি
বিডি প্রতিদিন/ফারজানা