চীনে করোনাভাইরাসের হানায় হু হু করে মৃতের সংখ্যা বাড়ছে। প্রাণঘাতী এই করোনাভাইরাস চীনের উহানে শনাক্তের পর হঠাৎ করেই অদৃশ্য হয়ে যান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। তাকে কোথাও যেন খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে হঠাৎ করেই স্থানীয় এক হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা অবস্থায় দেখা গেছে তাকে। এ সংক্রান্ত ছবি এখন সামাজিক মাধ্যমে আলোচিত হচ্ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার বেইজিংয়ের চেংইয়ং জেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় তৈরি বিশেষ হাসপাতালে যান জিনপিং। ভাইরাস প্রতিরোধী মাস্ক ও শরীরে কালো রংয়ের জ্যাকেটে মোড়ানো জিনপিংকে এসময় এক স্বাস্থ্যকর্মী হ্যান্ডহেল্ড থার্মোমিটার দিয়ে পরীক্ষা করছেন। যার মাধ্যমে ফের সামনে এলেন চীনা প্রেসিডেন্ট।
করোনা ভাইরাসে চীনে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০৮-এ। এ রোগে আক্রান্ত হয়েছেন আরও ৪০ হাজার ১৭১ জন। চীনের বাইরে বিশ্বের আরও অন্তত ২৮টি দেশ ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম