মহামারী করোনাভাইরাস থেকে দূরে থাকতে মানুষের মধ্যে মাস্ক পড়ার প্রবণতা বেড়েছে। চীনে তো মাস্ক না পরে বাইরে বের হওয়ারই নিয়মই নেয়। মাস্ক নিয়ে এখন সারা বিশ্বে তুলকালাম। মাস্ক সংকটে ফলের খোসা, স্যানিটারি ন্যাপকিন, প্লাস্টিকের খোসা, বোতল, পলিথিন পর্যন্ত ব্যবহার করতে দেখা গেছে। মানুষ শুধু নিজেকেই নয়, পোষা প্রাণীদেরও মাস্ক পরাচ্ছেন। অনলাইনে পোষা প্রাণীদের মাস্ক বিক্রিও হচ্ছে দেদার। করোনাভাইরাস মহামারী আকারে ছড়ানোর পর এসব মাস্কের দামও হু হু করে বাড়ছে।
সম্প্রতি একটি বিড়ালের মাস্ক পরা ছবি অনলাইনে ঘুরে বেড়াচ্ছে। ছবিটি কোথা থেকে তোলা কিংবা করোনা আতঙ্কেই বিড়ালটিকে মাস্ক পরানো হয়েছে কী না তা জানা যায়নি। তবে বেড়ালের দড়ি যে নারীর হাতে ধরা তার মুখেও মাস্ক। দূরে দাঁড়ানো এক ব্যক্তির মুখেও মাস্ক দেখা গেছে। অনেকে মনে করছেন, করোনা থেকে বাঁচাতেই বিড়ালটিকে মাস্ক পরানো হয়েছে।
চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়িয়ে পড়ার পর মহামারী করোনাভাইরাসে এখন পর্যন্ত মারা গেছে ১০১৬ জন। এর মধ্যে গতকাল সোমবার একদিনেই মারা গেছেন ১০৮ জন। নতুন এ করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৪২ হাজার ৬৩৮ জন।
বিডি প্রতিদিন/ফারজানা