করোনার দাপটে চীন যেন মৃত্যুপুরী। করোনাভাইরাসের দাপটে প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছে। গত সোমবারের পর চীনের সরকারি হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা ১০০০' অধিক। শুধু গত সোমবারই ১০৩ জনের মৃত্যু হয়েছে হুবেইতে। এখন পর্যন্ত একদিনে এটাই সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা।
চীনে ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। হাসপাতালে ভর্তি হাজার হাজার মানুষ। এমন ঘন অন্ধকার সময়েও এক টুকরো আশার আলো যেন নিয়ে এল একটা সুন্দর খবর। সোমবার জিয়ান জিয়াওটং ইউনিভার্সিটিতে একদম সুস্থ সন্তানের জন্ম দিলেন করোনাভাইরাসে আক্রান্ত ৩৩ বছরের এক এক চীনা নারী।
হাসপাতাল সূত্রে খবর, সদ্যোজাতকে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়েছে। জন্মের সঙ্গে সঙ্গে তার নোবেল করোনা ভাইরাসের টেস্ট করা হয়েছে। আশার খবর, সেই টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। ওই শিশু এখন সুস্থ আছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ