প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবে যাত্রী সংকট দেখা দেওয়ায় চীনমুখী ফ্লাইট বাতিলের সময়সীমা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে আমেরিকান এয়ারলাইন্স। খবর ওয়াশিংটন পোস্ট'র।
মঙ্গলবার মার্কিন প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, ডালাস-ফোর্ট ওর্থ ও লস অ্যাঞ্জেলস থেকে চীনের মূল ভূখণ্ডগামী সব ফ্লাইট আগামী ২৪ এপ্রিল পর্যন্ত বাতিল করা হলো। এছাড়া ডালাস ও লস অ্যাঞ্জেলস থেকে হংকংগামী ফ্লাইটগুলো স্থগিত থাকবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত।
তবে এই শিডিউল পুনর্বিবেচনা এবং বিশেষ প্রয়োজনে তা পরিবর্তন করা হতে পারে বলেও জানিয়েছে আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো ধরা পড়ে করোনাভাইরাস। এরপর থেকে দ্রুত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত প্রতিষেধকবিহীন এই ভাইরাসে মারা গেছেন ১ হাজার ১১৫ জন, আক্রান্ত ৪৪ হাজার ৬৬৫ জন।
বিডি প্রতিদিন/হিমেল