মহামারী করোনাভাইরাস ঠেকাতে সতর্কতার শেষ নেই। ভাইরাস ছড়াতে পারে তাই সচেতনতামূলক পদক্ষেপ হিসেবে নাটকে চুমুর দৃশ্য কেটে দিচ্ছে তাইওয়ান। চীনে তো ভাইরাস ছড়ানোর পর নাটকের শুটিংই বন্ধ। তাইওয়ানে শুটিং চললেও চুমুর দৃশ্য বাদ দেয়া হচ্ছে। ভাইরাস যাতে না ছড়ায় সে জন্য নাটকে অভিনয়শিল্পীদের অন্তরঙ্গও দৃশ্য থাকছে না।
করোনাভাইরাসে মানুষ আক্রান্ত হওয়ার পর তা মানুষ থেকে মানুষে ছড়ায়। তাই মানুষের সংস্পর্শ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ভাইরাস আক্রান্ত অঞ্চলগুলোতে। সম্প্রতি চীনে প্রেমিককে নার্সের দরজার অন্যপাশ থেকে চুমুর দৃশ্য ভাইরাল হয়েছে অনলাইনে। তারা এই ভালোবাসা দিবসে বিয়ে করার পরিকল্পনা করেছিলেন। চীন, তাইওয়ানের মতো দেশে আপনজনকে চুমু দেয়া, আলিঙ্গন করা খুবই স্বাভাবিক রীতি। কিন্তু এখন সে রীতিও এড়িয়ে যাওয়া হচ্ছে। দূর থেকে মা-সন্তানের আলিঙ্গনের আবেগঘন দৃশ্যের ভিডিও দেখে কেঁদেছেন হাজার হাজার মানুষ।
গত ডিসেম্বরে ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১১০০ এর বেশি মানুষ। মোট আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা