চীনের করোনাভাইরাস আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব। তারই জের ধরে এবার সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে এশিয়ার ছয়টি দেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করেছে দক্ষিণ কোরিয়া।
এশিয়ার দেশগুলো হলো- জাপান, সিঙ্গাপুর, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ভিয়েতনাম।
একইসঙ্গে দক্ষিণ কোরিয়ায় নভেল করোনা ভাইরাস নিউমোনিয়া যেন আর ‘ফিরতে’ না পারে সেজন্য নাগরিকদের ভ্রমণ সময় কমিয়ে আনার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে ভাইরাসের কেন্দ্রস্থল হুবেই প্রদেশ থেকে নাগরিকদের ফিরে আসার আহ্বান জানাচ্ছে। একইসঙ্গে চীন ও তার আশপাশের অঞ্চল হংকং এবং ম্যাকাওয়ে ভ্রমণ থেকে বিরত থাকতে বলছে।
শেষ খবর পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় ২৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ