চীনে মহামারী রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে মরণঘাতী এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১১ শতাধিক মানুষের। আক্রান্ত হয়েছেন প্রায় ৪৫ হাজার মানুষ।
ভাইরাসটি ইতোমধ্যে কমপক্ষে ২৬টি দেশে ছড়িয়ে পড়েছে।
এদিকে, প্রাণঘাতী এই ভাইরাস মহামারী রূপ নেওয়ায় আতঙ্ক ছড়িয়েছে চীনে। মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছেন দেশটির অধিকাংশ নাগরিক।
তবে করোনাভাইরাসে আক্রান্তদের মানসিক দুর্বলতা কাটিয়ে উঠতে এবং তাদেরকে বিনোদন দিতে অভিনব উদ্যোগ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
উহানে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় তৈরি একটি হাসপাতালে তাদের জন্য নাচের ব্যবস্থা করা হয়। মানসিকভাবে শক্তিশালী করতে এই উদ্যোগ নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
নাচের সময় হাতে গ্লোভস, মুখে মাস্ক পরেন রোগীরা। মিউজিকের তালে তালে রোগীদের নাচতে বলা হয়। এ সময় খুব স্বাচ্ছন্দে এই নাচে অংশ নেন করোনাভাইরাসে আক্রান্ত কয়েকশ’ রোগী।
তাদের এই নাচে নেতৃত্ব দেন হাসপাতালটির নার্সরা। তারা হাতে গ্লোভস, মুখে মাস্ক ছাড়াও পুরো শরীরে বিশেষ পোশাক পরে রোগীদের উৎফুল্ল রাখতে জীবনের ঝুঁকি নিয়েই তাদের সঙ্গে নাচে অংশ নেন। সূত্র: স্ট্রেইট টাইমস
ভিডিও:
বিডি প্রতিদিন/কালাম