নতুন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইরত সবাইকে উজ্জীবিত করতে গান বেঁধেছেন মালয়েশিয়ার কয়েকজন সঙ্গীতশিল্পী। গানের শিরোনাম 'ইউ আর নট অ্যালোন'।
চীনের গীতিকার জো কাইয়ির সাথে গানটি তৈরি করেছেন মালয়েশিয়ার সঙ্গীত প্রযোজক ওং পেং চু। গানটি গেয়েছেন ১০ মালয়েশিয়ান শিল্পী।
ওং পেং চু জানান, মহামারী করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে কিছু করার তাড়না থেকেই এ উদ্যোগ। তিনি বলেন, আমরা চাই চীনের মানুষ যেন ভয় না পায়, উদ্বিগ্ন না হয়। আমরাও আছি তাদের সাথে।
চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া কভিড-১৯ নামের নতুন করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে এবং মোট আক্রান্ত হয়েছেন ৬৭ হাজারের বেশি মানুষ।
বিডি প্রতিদিন/ফারজানা