চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এ প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত ১৫২৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৬০ হাজারে ছাড়িয়ে গেছে।
করোনা আতঙ্কে কাঁপছে গোটা চীন। ভাইরাস সংক্রমণের আতঙ্কে সেখানকার বাসিন্দারা নিজেরা মাস্ক পরার পাশাপাশি বাড়ির পোষ্যদেরও পরাচ্ছেন মাস্ক। উদ্দেশ্য একটাই, করোনার সংক্রমণ থেকে রক্ষা পাওয়া।
ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, পোষ্যদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি। যদিও চীনের ন্যাশনাল হেলথ কমিশন সংক্রমণের ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে একমত নয়। তাদের বক্তব্য, পোষ্যরা যদি করোনাভাইরাসে আক্রান্তের সংস্পর্শে আসে, তা হলে তাদের মধ্যেও সংক্রমণ ছড়াতে পারে। তাই পোষ্যদেরও সাবধানে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। সত্যিটা যা-ই হোক, চীনের বাসিন্দারা এ ব্যাপারে কোনো ঝুঁকি নিতে রাজি নন। আদরের পোষ্যদের সুরক্ষিত রাখতে তারা পোষ্যকেও পরাচ্ছেন মাস্ক।
মাস্ক পরে পোষ্যদের ঘুরে বেড়ানোর ছবি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বাড়ির বিড়াল কুকুরকে মাস্ক পরা অবস্থায় দেখে বিভিন্ন মন্তব্য করছেন নেটিজেনরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন