করোনাভাইরাসকে কেন্দ্র করে সেই অলিম্পিকের আয়োজন নিয়ে তৈরি হয়েছিল নানা জল্পনা। কিন্তু সমস্ত জল্পনা উড়িয়ে দিল আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা। তারা জানিয়ে দিল করোনাভাইরাসের আতঙ্কে টোকিও থেকে অলিম্পিক সরিয়ে নেওয়ার বা বন্ধ করে দেওয়ার কোন পরিকল্পনা নেই আইওসি'র।
অলিম্পিক জনসংযোগকারী কমিটির চেয়ারম্যান জন কোটস জানান, করোনাভাইরাসের জন্য বিশ্বের সব দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে আইওসি।
টোকিও শহরে অলিম্পিক করা কতটা নিরাপদ। বিভিন্ন দেশের এই আবেদনের ভিত্তিতে শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিভিউ কমিটির সভা করে। সেই সভার পর কমিটির পক্ষ থেকে তথ্য দিয়ে জানানো, হয় টোকিও শহরে অলিম্পিক্স করার ক্ষেত্রে কোনও সমস্যা নেই। সব চেয়ে বেশি অ্যাথলিট আসছেন চীন থেকে। কিন্তু তাদের বেশিরভাগ অ্যাথলিট এই মুহূর্তে চীনে নেই। সঠিক পদক্ষেপ নিয়ে এগিয়ে গেলে করোনাভাইরাস অলিম্পিকে কোন প্রভাব ফেলবে না। যদিও জাপানে করোনাভাইরাস পাওয়া গেছে। এই রোগে এখনও পর্যন্ত জাপানে একজনের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ