কভিড-১৯ করোনাভাইরাসে আজ বুধবার পর্যন্ত প্রায় ৪ হাজার ২০০ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ১৩ হাজার মানুষ, তবে এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৫ হাজার মানুষ।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। জানুয়ারিতে মহামারী আকার ধারণ করায় বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ ভাইরাস মহামারীর চেয়ে বড় সঙ্কটে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ পর্যন্ত ১০০ এর বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস। পানামা প্রথমবারের মতো করোনাভাইরাস রোগী পাওয়া গেছে বলে ঘোষণা দিয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা