ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রী ও কনজারভেটিভ দলের সংসদ সদস্য নাদিন ডোরিসের করোনাভাইরাস ধরা পড়েছে। তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। নাদিন প্রথম ব্রিটিশ সংসদ সদস্য যার করোনাভাইরাস ধরা পড়েছে।
তিনি জানিয়েছেন, করোনা যাতে না ছড়ায় সে জন্য তিনি সব সতর্কতা অবলম্বন করেছেন এবং নিজে থেকে আইসোলেশনে আছেন।
ব্রিটেনে এ পর্যন্ত ৩৮২ জনের করোনাভাইরাস ধরা পড়েছে এবং মোট মৃত্যু হয়েছে ৬ জনের। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা