কভিড-১৯ নামের মহামারী করোনাভাইরাসের ছড়ানোর গতি মন্থর হচ্ছে। গত ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়ানোর পর সারা বিশ্বে মারা গেছে ৪ হাজার ২০০ জন এবং আক্রান্ত হয়েছে ১ লাখ ১৮ হাজার। আক্রান্ত ও যাদের মৃত্যু হয়েছে তার ৮০ ভাগই চীনে। ভাইরাস আক্রান্ত হওয়ার হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর এবার এ হার কমতে শুরু করেছে। এ প্রক্রিয়া শুরু হয়েছে এক মাস আগে।
করোনাভাইরাস প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে চীনে মিশন পরিচালনাকারী কানাডিয়ান এপিডেমিওলোজিস্টের উপস্থাপিত পরিসংখ্যান থেকে এমন তথ্য জানা গেছে।
আগে দিনে করোনাভাইরাসে ৪০০০ ব্যক্তি আক্রান্ত হওয়ার খবর মিলতো। এখন তা ২০০-তে এসে দাঁড়িয়েছে। অন্যান্য দেশেও আক্রান্তের হার কমে আসার প্রক্রিয়া শুরু হবে।
ইবোলা, সার্স ও এইডসের মতো মহামারীর ক্ষেত্রেও এ প্যাটার্ন লক্ষ্য করা গেছে। প্রতি বছর মৌসুমী ফ্লু'র ক্ষেত্রেও এটা ঘটে।
সূত্র: নিউ ইয়র্ক পোস্ট
বিডি প্রতিদিন/ফারজানা