ভারতের কেরালায় আরও ৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এনিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩।
ভারতের কেরালা, দিল্লি, উত্তর প্রদেশ ও তেলেঙ্গানার পর সোমবার করোনা হানা দেয় কর্নাটক, পঞ্জাব ও জম্মু-কাশ্মীরে।
এরপর মঙ্গলবার কেরালায় নতুন করে ৬ জনের টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। সেখানে গত তিনদিনে ১২ জনের শরীরের করোনা মিলেছে। করোনা আক্রান্তদের সঙ্গে ছিলেন এমন ২৭০ জনকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে ৯৫ জন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন।
এদিকে, ৩১ মার্চ পর্যন্ত কেরালার সব সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন