করোনাভাইরাসে আজ বুধবার পর্যন্ত প্রায় ৪ হাজার ২০০ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখেরও বেশি মানুষ। মহামারী রূপ নেওয়া এই ভাইরাসের আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব।
এদিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজেদের কোয়ারেন্টাইন করে রেখেছেন রিপাবলিকান পার্টি থেকে কংগ্রেসে প্রতিনিধিত্বকারী পাঁচ নেতা। মঙ্গলবার রিপাবলিকান দলের এক মুখপাত্রের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।
১৪ দিন মেয়াদে নিজ উদ্যোগে কোয়ারেন্টাইনে থাকা মার্কিন রাজনীতিবিদদের মধ্যে রয়েছেন - টেক্সাসের সিনেটর টেড ক্রুজ, অ্যারিজোনার কংগ্রেসম্যান পল গোসার, জর্জিয়ার কংগ্রেসম্যান ডগ কলিন্স, ফ্লোরিডার কংগ্রেসম্যান ম্যাট গায়েটজ।
এ ব্যাপারে রিপাবলিকান পার্টির সূত্রে জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাসের শেষদিকে অনুষ্ঠিত সেন্টার ফর পলিটিকাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) একই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন এই পাঁচ নেতা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ