করোনা আতঙ্কে বন্ধ হয়ে গেল মানিকগঞ্জে মুফতি আমির হামজার ওয়াজ মাহফিল।
করোনাভাইরাসের জন্য বাড়তি সতর্কতা হিসেবে মঙ্গলবার রাতে কমিটির এক জরুরি বৈঠকে মাহফিল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন তেওতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
বুধবার দুপুরে জেলার শিবালয় উপজেলার তেওতা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে মুফতি আমির হামজার উপস্থিত থাকার কথা ছিল।
এদিকে, মানিকগঞ্জে করোনাভাইরাসের বাড়তি সতর্কতার জন্য বিদেশ ফেরত ৫৯ জন ব্যক্তিকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন