বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে ব্যবসায়িক প্রতিনিধি দল নিয়ে মার্চ মাসের তৃতীয় সপ্তাহে বাংলাদেশ সফরে যাবার কথা ফ্লোরিডার ব্রাওয়ার্ড কাউন্টি মেয়র ডেল হলনেস। কিন্তু করোনাভাইরাসের কারণে ফ্লোরিডায় জরুরি অবস্থা জারি করায় এ সফর স্থগিত করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্রাওয়ার্ড কাউন্টি মেয়র ডেল হলনেস।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে লেখা এক চিঠিতে মেয়র ডেল হলনেস দুঃখ প্রকাশ করে বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি বিবেচনা করেই বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, এই মার্চ মাসে মেয়র ডেল হলনেস বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্সের সহযোগিতায় ঢাকায় বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন মিশনের জন্য বৈঠক করার কথা ছিল। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহত্তম বিনিয়োগকারী দেশ। ২০১৭ সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে মোট ৭.৯ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
যুক্তরাষ্ট্র থেকে শীর্ষ স্থানীয় রফতানি পণ্যের মধ্যে রয়েছে তেল, বীজ, টেক্সটাইল, ধাতব ধাতু, খাদ্য এবং কৃষি পণ্য। প্রকৃতপক্ষে, কৃষি পণ্য রফতানি ২০১৬ থেকে প্রায় দ্বিগুণ হয়ে ২০১৭ সালে ৮৮৪ মিলিয়ন ডলারে পৌঁছেছে। কিন্তু করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতির কারণে বাংলাদেশ সফর আপাতত স্থগিত করা হল।
বিডি-প্রতিদিন/শফিক