করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ভারতে। মঙ্গলবার পর্যন্ত সংখ্যাটা ছিল ৬১। বুধবার রাজস্থানের জয়পুরে ৮৫ বছরের এক বৃদ্ধের দেহে নতুন করে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ফলে এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬২।
রাজস্থানের স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব রোহিত কুমার জানিয়েছেন, গত ২৮ ফেব্রুয়ারি দুবাই থেকে জয়পুর ফেরেন ওই বৃদ্ধ। তার শারীরিক পরীক্ষার পরই সংক্রমণের বিষয়টি সামনে আসে। ওই বৃদ্ধকে আইসোলেশনে রাখা হয়েছে।
মঙ্গলবার নতুন করে ১৬ জনের দেহে সংক্রমণ ধরা পড়ে। তাদের মধ্যে আটজন কেরালের, তিনজন কর্নাটকের এবং পাঁচজন মহারাষ্ট্রের পুণের।
এর আগে বেঙ্গালুরু, দিল্লি, উত্তরপ্রদেশ, জম্মু এবং পাঞ্জাবে সংক্রমণ ধরা পড়েছে।
রাজ্যে বাড়তে থাকা আক্রান্তের সংখ্যার বিষয়টি উল্লেখ করে কেরালের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা আর্জি জানিয়েছেন, যারা বিদেশ থেকে এ রাজ্যে ফিরছেন, তারা যেন সরকারের কাছে কোনও তথ্য গোপন না করেন। পাশাপাশি তিনি এটাও মনে করিয়ে দেন, জনস্বাস্থ্য আইন অনুয়াযী ভ্রমণ সংক্রান্ত তথ্য গোপন করা একটা অপরাধ। এতে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা আরও বেড়ে যায়।
করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকায় উদ্বেগ বাড়ছে ভারতজুড়ে।
বিডি প্রতিদিন/আরাফাত