বিশ্বজুড়ে মহামারী রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে প্রায় ৪ হাজার ২০০ জনের। আক্রান্তের সংখ্যা ১ লাখেরও বেশি। এ ভাইরাস ছড়িয়ে পড়েছে ১১৯ দেশে।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যার হিসাবে অবস্থানের দিক থেকে বেশ পেছনে আছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। এ পর্যন্ত দেশটিতে ২০ জন করোনা রোগীকে শনাক্ত করা হয়েছে। তবে রিয়াদে করোনা বিস্তারের কারণে প্রতিবেশী দেশ ইরানকে দুষছে সৌদি গণমাধ্যম।
কেননা করোনার তাণ্ডবে বিপর্যস্ত গোটা ইরান। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে।
সৌদি গণমাধ্যমের অভিযোগ ইরান চক্রান্তমূলকভাবে এ ভাইরাস সৌদি আরবে ছড়াচ্ছে। রিয়াদের দাবি, তেহরান ইচ্ছাকৃতভাবে ইরানি নাগরিকদের যাদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে অবাধে সৌদি আরবের সীমানায় প্রবেশের অনুমতি দিচ্ছে। যা পরবর্তীতে প্রাণঘাতী করোনা রোগ ছড়াতে সাহায্য করছে।
চীনের উহান শহরে প্রথম ২০১৯ সালের ডিসেম্বর মাসে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। চীন ছাড়াও ইতালি, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান ও সংযুক্ত আরব আমিরাতসহ শতাধিক দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন