কুয়েতে আরও তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয় বুধবার ব্রিফিংয়ে ঘোষণা করেছে যে, গত ২৪ ঘন্টার মধ্যে নতুন করে তিনজনের শরীরে করোনভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে। এর মধ্যে একজন ইরান-ফেরত, একজন মিশরীয় এবং তৃতীয় ব্যক্তি সুদানের নাগরিক।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২। করোনায় আক্রান্ত দুজন সুস্থ হয়েছেন। ৫ জনকে হাসপাতালে রাখা হয়েছে, যার একজনের অবস্থা গুরুতর।
স্বাস্থ্য মন্ত্রণালয় নাগরিক ও প্রবাসীদের সামাজিক সমাবেশ এবং অন্যান্য পরিবার এড়িয়ে চলার পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছে। সূত্র: আরব টাইমস
বিডি প্রতিদিন/আল আমীন