বিশ্বজুড়ে মহামারী রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে প্রায় ৪ হাজার ২০০ জনের। আক্রান্তের সংখ্যা ১ লাখেরও বেশি।
এদিকে, করোনাভাইরাস আতঙ্কে ইংল্যান্ডের ক্রিকেট দলে ভক্ত-সমর্থকদের সঙ্গে সেলফি-অটোগ্রাফ তোলা নিষিদ্ধ ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
এর আগে, শ্রীলঙ্কা সফরে আসার আগেই তারা ঠিক করেছিল, স্বাগতিক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানো বা আলিঙ্গন করা থেকে বিরত থাকবে। যাতে করে পুরোপুরি ঝুঁকিমুক্ত থাকা যায় করোনা থেকে।
বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায়, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনু্যায়ী দলের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতকরণে এবং শ্রীলঙ্কায় টেস্ট সফর ভালোভাবে শেষ করার লক্ষ্যে, দলের পক্ষ থেকে বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে। যার দরুণ অনেক নিত্যকার্যও অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে।’
বিজ্ঞপ্তিতে আরও লেখা হয়েছে, ‘ইংল্যান্ডের খেলোয়াড় এবং টিম স্টাফদের অপ্রয়োজনীয় জনসম্পৃক্ততা এবং সমর্থকদের সঙ্গে সেলফি ও অটোগ্রাফ বিনিময়ে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আমরা বুঝতে পারছি, এটা সমর্থকদের জন্য ভালো খবর নয়। তবে দলের ভালোর জন্যই এ সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের।’
১৯ মার্চ গলে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। পুরো সিরিজেই ইসিবি, শ্রীলঙ্কা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী চলবে ইংল্যান্ড দল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন