মেহেরপুরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সৌদি ফেরত এক যুবককে ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকালে ওই যুবক মেহেরপুর জেনারেল হাসপাতালে ঠাণ্ডা ও জ্বর নিয়ে ভর্তি হয়। সেখানে করোনা আইসোলেশন ইউনিটের একটি কক্ষে রেখে তার চিকিৎসা দেওয়ার কথা বললে রোগীর স্বজনরা রেফার্ড করে রাতেই তাকে ঢাকার উদ্দেশে নিয়ে যায়।
জানা গেছে, সৌদি আরব ফেরত ওই যুবক সর্দি, কার্শি ও জ্বর নিয়ে মঙ্গলবার মেহেরপুরের একটি হাসপাতালে ভর্তি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে এখানে পর্যবেক্ষণে রাখতে চাইলেও পরিবারের লোকজন তাতে রাজি না হয়ে ঢাকায় নিয়ে যায়।
ঐ হাসপাতালের এক ডাক্তার জানান, ওই যুবক ঠাণ্ডা ও জ্বর নিয়ে হাসপাতালে আসেন। কিন্তু এক সপ্তাহ আগে সৌদি আরব থাকা অবস্থায় তার ট্রাভেলিং হিস্টরি আছে। এজন্য আমরা তাকে করোনা আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দেওয়ার কথা জানায়। পরে পরিবারের লোকজন উদ্বুদ্ধ হয়ে তাকে ঢাকায় নিয়ে যায়।
বিডি-প্রতিদিন/শফিক