জেলা পুলিশ বগুড়ার উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধে বুধবার সকালে শহরের মালতীনগর বগুড়া মহিলা ডিগ্রি কলেজের হল রুমে সচেতনতামূলক সভা করা হয়েছে। সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা। বগুড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোকাব্বর হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান।
এ সময় বগুড়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক এ কে এম সারোয়ার হোসেন, সিরাজুন নাহার, শামীমা সুলতানা, তাহেরা বেগম, মাহমুদা আখতার বানু, হরিপদ রায়, জহুরুল ইসলাম, সেলিমা খাতুন, নাসরিন বেগম, মাসুদ রানা, আব্দুর রাজ্জাক, খাদিজা খানম, রাহেলা খাতুন, তুহিন রানা, শফি মাহমুদ, শ্যামলী রানীসহ শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সচেতনতামূলক সভায় শিক্ষার্থীদের মাঝে করোনাভাইরাস প্রতিরোধে লিফলেট বিতরণ করেন বগুড়া পুলিশ সুপার।
আলী আশরাফ ভূঁঞা বলেন, সচেতনতার মাধ্যমে করোনাভাইরাস রুখে দিতে হবে। সচেতনতার অভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। বাহিরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করতে হবে। আবার বাসায় ফিরে সঠিকভাবে শরীরের অঙ্গপ্রতঙ্গ পরিস্কার করতে হবে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগ সর্বদা কাজ করে যাচ্ছে। এই রোগ থেকে বাঁচতে সকলকে সচেতন হতে হবে।
বিডি প্রতিদিন/আল আমীন