চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। করোনা আতঙ্কের কারণেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ২১ ও ২২ মার্চ ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের ম্যাচ স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে গণমাধ্যমকে এ তথ্য জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
গণমাধ্যমকে তিনি জানান, ২১ ও ২২ মার্চ যে দুটো ম্যাচ ছিল, এ নিয়ে সমস্যা হচ্ছে। সবাই যে এখানে খেলতে পারবে, সেটির নিশ্চয়তা নেই। অনেক জায়গা থেকেই আপত্তি এসেছে। এ কারণে এটা স্থগিত করা হয়েছে।
বিসিবি সভাপতি বলেন, ১৮ তারিখ এ আর রহমানের কনসার্ট করার কথা ছিল। এটা ছোটভাবেও করতে পারতাম। পরে সিদ্ধান্ত নিয়েছি না, বড় ভাবেই করব। যেভাবে পরিকল্পনা করেছিলাম, পরে সেভাবেই করব। তবে আপাতত স্থগিত।
এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যু হয়েছে প্রায় ৪ হাজার ২০০ জনের। আক্রান্তের সংখ্যা ১ লাখেরও বেশি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন