‘করোনাভাইরাসে আক্রান্ত’ সন্দেহে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ইতালিফেরত এক প্রবাসীকে (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। ৮ দিনের মাথায় অসুস্থ ইতালি ফেরত সেই প্রবাসী, নেয়া হলো আইসোলেশনে হয়।
তবে সেখানে পরীক্ষা-নিরীক্ষার উপযুক্ত ব্যবস্থা না থাকায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটকে (আইইডিসিআর) তার বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সোমবার দুপুরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে রাখা হয়।
এর আগে সকালে গ্রামের বাড়িতে গিয়ে অসুস্থ অবস্থায় ওই প্রবাসীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম কুমার দাস বলেন, আট দিন আগে ইতালি থেকে দেশে ফিরেছেন ওই প্রবাসী। শ্বাসকষ্ট ও সর্দি-কাশি রয়েছে তার। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ঢাকা থেকে আইইডিসিআরের টিম এসে তার নমুনা সংগ্রহ করে করোনার বিষয়টি নিশ্চিত করবে। পরীক্ষা-নিরীক্ষার আগে তার বিষয়ে কিছুই বলা যাচ্ছে না।
দুদিন আগে ইতালি ফেরত ১৪২ জনের মধ্যে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় আট জন রয়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত