বগুড়ায় বিদেশ ফেরত মোট ৩৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বিদেশ থেকে ফেরত এসে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ পাওয়ারা সকলেই সুস্থ রয়েছে। তাদের শরীরের তাপমাত্রাও ঠিক আছে।
জেলা সিভিল সার্জন এর কার্যালয় থেকে বলা হয়েছে, হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনাটি মানছে না এমন কোন অভিযোগ পাওয়া যায়নি। অনেকেই নিজের ও পরিবারের কথা ভেবে ১৪ দিন ঘরে থাকছে।
সোমবার বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা জানান, সবচেয়ে বেশি ১৫ জনকে রাখা হয়েছে নন্দীগ্রাম উপজেলায়। এরপর বগুড়া সদরে ৫ জন, গাবতলী উপজেলায় ৫জন, সোনাতলা উপজেলায় ৪জন, সারিয়াকান্দি উপজেলায় ১ জন, ধুনট উপজেলায় ১জন এবং শিবগঞ্জে ৩ জন রয়েছে।
বগুড়ার সিভিল সার্জন গওসুল আযিম চৌধুরী জানান, হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে মোট ৩৪ জনকে। তাদের বাড়ির বাহিরে না যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এখন পর্যন্ত কারো বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের সকল কর্মীর প্রতিও সজাগ থাকার বিষয়েও বলা হয়েছে। বগুড়ার সকলেই সুস্থ্য ও স্বাভাবিক রয়েছে।
তিনি বলেন, স্থানীয়রাও তাদের বিষয়ে খোঁজ দিচ্ছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম