করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী ‘লকডাউন’ ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। সোমবার স্থানীয় সময় রাত ১০টায় জাতির উদ্দেশে এক ভাষণে প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন এ ঘোষণা দেন।
জানা গেছে, আগামী ১৮-৩১ মার্চ পর্যন্ত পুরো দেশে চলাচলের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা সব ধর্মীয় কার্যক্রম, সামাজিক কার্যক্রম অন্তর্ভুক্ত। শুধুমাত্র গ্রোসারি বা মুদি দোকানের জন্য এই ঘোষণা কার্যকর হবে না।
এছাড়া কোনো মালয়েশিয়ান এর মাঝে দেশের বাইরে ভ্রমণ করতে পারবে না। এর মাঝে বাইরে থেকে আসা সকল মালয়েশিয়ানদের ১৪ দিনের সেলফ কোয়ারিন্টিনে থাকতে হবে। এদিকে, বিদেশি পর্যটকদের এই সময়ে মালয়েশিয়া ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।
সকল স্কুল, কিন্ডারগার্টেন, পাবলিক প্লেস এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। পানি অফিস, ডাকঘর, পাওয়ার, পেট্রল স্টেশন এবং টিভি, ব্যাংক, বন্দর, বিমানবন্দর, মুদিখানা ছাড়া প্রয়োজনীয় সকল সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
বিডি প্রতিদিন/আরাফাত