মহামারী করোনাভাইরাসের কারণে সিনেমার মুক্তি, ফ্যাশন শোসহ বিশ্বজুড়ে অনেক বিনোদনমূলক অনুষ্ঠান স্থগিত বা বাতিল হয়েছে। এবার স্থগিত হয়ে গেছে ফ্যাশন জগতের আলোচিত অনুষ্ঠান মেট গালাও। পরবর্তীতে বার্ষিক এ অনুষ্ঠানের তারিখ ঠিক করা হতে পারে।
প্রতি বছর মেট গালায় হাজির হতেন নামি-দামি তারকারা। তাদের দ্যুতিতে ঝলমল করে উঠত মেট গালার লাল গালিচা। এবার করোনা সেটি হতে দিচ্ছে না।
২০০৫ সাল থেকে প্রতি বছরের মে মাসের প্রথম সোমবার মেট্রোপলিটান মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইন্সটিটিউটে এটি আয়োজন করা হতো। এ বছরের আয়োজনের থিম ছিল 'অ্যাবাউট টাইম, ফ্যাশন অ্যান্ড ডিউরেশন'।
বিডি প্রতিদিন/ফারজানা