করোনা সংক্রমণ ঠেকাতে বিনামূল্যে স্মার্টফোন জীবাণুমুক্ত করার বিশেষ সেবা দিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির গ্রাহকরা এ সেবা উপভোগ করতে পারবেন হুয়াওয়ে অনুমোদিত দেশের সব সার্ভিস সেন্টার থেকে। বাংলাদেশে হুয়াওয়ে অনুমোদিত সব সার্ভিস সেন্টারে ৩১ মার্চ পর্যন্ত এ সুযোগ মিলবে।
এক বিবৃতিতে হুয়াওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সার্ভিস সেন্টারগুলোতে ব্যবহৃত স্মার্টফোন জমা দিলেই সেগুলো বিশেষ একটি যন্ত্রের (ফোন ডিসইনফেকশন) সাহায্যে জীবাণুমুক্ত করা হবে। এর ফলে নিজেদের নিরাপদে রাখার পাশাপাশি দীর্ঘদিন স্বচ্ছন্দে হুয়াওয়ে স্মার্টফোন ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
বিস্তারিত জানা যাবে https://consumer.huawei.com/bd/support/service-center/ ঠিকানায়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম