রেলপথমন্ত্রী নুরুল ইসলাম জানিয়েছেন, আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে আনুষ্ঠানিকভাবে সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ। তবে এ নির্দেশনা কার্যকর হতে হতে আগামীকাল বিকাল হবে। কারণ যে ট্রেন পঞ্চগড় থেকে ছেড়ে আসছে, সেটি ঢাকায় এসে আবার পঞ্চগড় ফেরত গিয়ে বন্ধ হয়ে যাবে।
আজ মঙ্গলবার রেলভবনে সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকারি সিদ্ধান্তেই ট্রেন বন্ধ করা হয়েছে। তবে তেল, খাদ্যসহ জরুরি পণ্য পরিবহনের জন্য সীমিত আকারে ট্রেন চলবে।
বিডি প্রতিদিন/ফারজানা