২৬ মার্চ, ২০২০ ১১:১০

সঙ্কটকালীন মুহূর্তে টোকিও, বললেন মেয়র

অনলাইন ডেস্ক

সঙ্কটকালীন মুহূর্তে টোকিও, বললেন মেয়র

বিশ্বের অধিকাংশ দেশে যেখানে করোনাভাইরাসের কারণে লকডাউন ও জরুরি অবস্থা চলছে সেখানে জাপানে চলছে চেরি ফুল দেখার উৎসব; যা স্থানীয়ভাবে হানামি নামে পরিচিত। চেরি গাছের নিচের পরিবার, বন্ধু ও আত্মীয় স্বজনদের নিয়ে সময়টা কাটাচ্ছেন জাপানিরা। তবে এ পরিস্থিতির পরিবর্তন হতে যাচ্ছে।

করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় প্রয়োজন ছাড়া জাপানিদের বাড়ির বাইরে বের না হওয়ার অনুরোধ করেছেন টোকিও মেয়র ইউরিকো কোইকে। বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, টোকিও এখন সঙ্কটকালীন মুহূর্তে রয়েছে।

টোকিওতে নতুন করে ৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এখনই লকডাউনে যেতে চায় না টোকিও। জাপানে গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ৯৮ এবং মারা গেছে ২ জন। 

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর