২৬ মার্চ, ২০২০ ১৪:০২

করোনার বিস্তার রোধে বাগেরহাটে দোকানপাট বন্ধ

বাগেরহাট প্রতিনিধি:

করোনার বিস্তার রোধে বাগেরহাটে দোকানপাট বন্ধ

বাগেরহাটে করোনাভাইরাসের বিস্তার রোধে সকল দোকানপাট বন্ধ রয়েছে। বাগেরহাটের মোংলা উপজেলায় বুধবার দুপুর থেকে নৌবাহিনীর সদস্যরা টহল দিচ্ছে। জেলা সদরসহ অন্য ৮টি উপজেলায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সেনাবাহিনীর টহল দিতে দেখা যায়নি।  

তবে বৃহস্পতিবার সকল থেকে জেলা সদরসহ উপজেলাগুলোতে ধরণের দোকানপাট বন্ধ বন্ধ রয়েছে। শুধু খোলা রয়েছে ওষুধ, জ্বালানি, মুদি, তরি-তরকারীর ও মাছের দোকান। রাস্তা-ঘাট ফাঁকা হয়ে গেছে। মাস্ক পরেই লোকজন চলাচল করছে। কাঁচা বাজারে লোকজনের ভিড় লক্ষ্য করা গেছে। সড়কে বিক্ষিপ্ত ভাবে দু’একটি হিউম্যান হলার চলছে। 

মোংলা নৌবাহিনী কন্টিনজেন্টের কমান্ডার লে. কমান্ডার সালাউদ্দিন বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওষুধ, জ্বালানি, মুদি ও কাঁচা মালামালের দোকান ছাড়া অন্য সকল দোকানপাট বন্ধ থাকবে। তিনি আরও বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধ ও জনসাধারণের সুরক্ষার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডি প্রতিদিন/মজুমদার

সর্বশেষ খবর