বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৫৪ হাজার। এর ফলে বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২০ হাজার ৩৬০ জন। করোনায় গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইউরোপে। বিশেষ করে ইতালি, স্পেন ও ফ্রান্সে।
বিশ্বের অন্তত ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এতে মারা গেছেন অন্তত ২৩ হাজার ৫৯৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে প্রায় আড়াই হাজার।
ইতালিতে করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ২১৫ জন। এছাড়া, নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ২০৩ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ৫৮৯ জন।
স্পেনে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৯৮ জন, নতুন রোগী ৬ হাজার ৬৮২। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ১৯৭ জন, মৃত্যু ৪ হাজার ১৪৫ জনের।
ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৬৫ জন, নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় চার হাজার। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ১৫৫ জনে পৌঁছেছে, মৃত্যু হয়েছে ১ হাজার ৬৯৬ জনের।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন