দিন যতই যাচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে প্রাণঘাতী করোনাভাইরাস। বর্তমানে এই ভাইরাসের বিষাক্ত ছোবলে কাঁপছে বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চল।
প্রাণঘাতী এই ভাইরাস ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ৫ লাখ ৩১ হাজার ৮০৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৬০ হাজার ৭৬৯ জন।
এদিকে, প্রাণঘাতী এই ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৪ হাজার ৭৩ জনের। এর মধ্যে সবচেয়ে প্রাণ ঝড়ে গেছে ইউরোপের দেশ স্পেনে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭১৮ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৩৬৫ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ইতালিতে ৭১২, ফ্রান্সে ৩৬৫, যুক্তরাষ্ট্রে ২৬৮, ইরানে ১৫৭, যুক্তরাজ্যে ১১৫, জার্মানিতে ৬১, সুইজারল্যান্ডে ৩৯, নেদারল্যান্ডসে ৭৮ ও বেলজিয়ামে ৪২ জনের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম