কোনোভাবেই থামানো যাচ্ছে না করোনাভাইরাসে মৃত্যুর মিছিল। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়াল। বিভিন্ন দেশে মোট ২৪ হাজার ৭৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে চীনের উহান থেকে উৎপত্তি এই ভাইরাস।
তবে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮৫ হাজার ৫০০ জনেরও বেশি করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যার দিক থেকে চীন (৮১,৭৮২) এবং ইতালিকে (৮০,৫৮৯) ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।
তবে দেশটিতে এ রোগে মৃতের সংখ্যা চীন (৩,২৯১) এবং ইতালির (৮,২১৫) চেয়ে কম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ