যে সংক্রমণ নিয়ে বিশ্বজুড়ে ভয়াবহ অবস্থা, সেই নভেল করোনাভাইরাসের সংক্রমণকে মোটেই গুরুত্ব দিচ্ছেন না ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো। আর তাই ব্রাজিলজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ।
ব্রাজিলে ইতিমধ্যেই ১,১২৮ জনের করোনা সংক্রমণের প্রমাণ মিলেছে, প্রাণ গেছে ১৮ জনের। ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী গত সপ্তাহে স্বীকার করেছেন, এভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে এপ্রিল মাসের গোড়াতেই ভেঙে পড়তে পারে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। এই অবস্থায় ব্রাজিলের প্রেসিডেন্টের কোনও পদক্ষেপ নেই।
সম্প্রতি এক বিশাল প্রতিনিধি দল নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ঘুরে এসেছেন বলসোনারো। তার প্রতিনিধি দলের ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত। বলসোনারোর নিজেরও পরীক্ষা হয়েছে। তার করোনাভাইরাসের রিপোর্ট নেগেটিভ এলেও দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি কোনও ব্যবস্থাই নিচ্ছেন না, অভিযোগ এমনই।
রিও ডি জেনেইরো, সাও পাওলোসহ আরও অনেক রাজ্যের গভর্নর শাটডাউন ঘোষণা করে জনগণকে সেল্ফ কোয়ারান্টাইনে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তাতেও বেজায় ক্ষুব্ধ ব্রাজিলের প্রেসিডেন্ট। তার কথায়, 'ব্যাপকহারে সেল্ফ কোয়ারান্টিন, শাটডাউন দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। এটা সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা। ওষুধ অতিরিক্ত মাত্রায় দেওয়া হলে তা বিষ হয়ে যায়। এ ক্ষেত্রেও বিষয়টা তেমনই হচ্ছে।
ব্রাজিলের জনগণ অবশ্য প্রেসিডেন্টের সঙ্গে সহমত নন। তাদের দাবি, সংক্রমণ রুখতে বলসোনারো যে কোনও ব্যবস্থাই নিচ্ছেন না, সেটাই দায়িত্বজ্ঞানহীনতা। শুধু তাই নয়, প্রেসিডেন্ট নিজে বাসভবনের সামনের দাঁড়িয়ে অনুগামীদের সঙ্গে ছবি তুলেছেন।
করোনাভাইরাস রোধে সর্বত্র যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে, সেখানে বলসোনারোর এই আচরণ সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় চরম সমালোচিত হয়। বাসিন্দারা নিজেদের বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে থালা-বাসন বাজিয়ে বলসোনারোর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছেন।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ