চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার সংখ্যা দাঁড়িয়েছে ৮৯০জনে। অন্যদিকে ১৪দিন মেয়াদ শেষ হওয়ায় ২০০জনকে কোয়ারেন্টাইন থেকে মুক্ত করা হয়েছে।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, এখন পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্তের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে, করোনাভাইরাসের সংক্রমণরোধে কাঁচাবাজার, মুদি ও ওষুধের দোকান ব্যতিত অন্যসব দোকান, হোটেল রেস্তোরা, সাপ্তাহিক হাটসহ সকল প্রকার সমাবেশ ও গণপরিবহন বন্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। তবে চাঁপাইনবাবগঞ্জ শহরের পার্শ্ববর্তী খালঘাট শিমুলতলা, রামজীবনপুর, বালিয়াডাঙ্গা, ঝিলিমবাজার, পৌর এলাকার রেলবস্তি, রেহাইচর, নতুনহাট এলাকায় জনসমাগম লক্ষ্য করা গেছে। স্থানীয়ভাবে ব্যাটারিচারিত অটোরিকশা ও রিকশা চলাচল করায় জনসমাগম বাড়ছে। এছাড়া শহরের কিছু দোকান ও বিউটি পার্লার খোলা রেখে ব্যবসা চালিয়ে আসছে।
বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন