জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে যে দাঁড়িয়ে, তা তিনি জানতেন। কিন্তু জেনেও পালানোর পথ ছিল না। সেবাই যে তার ব্রত। নিজের জীবনের তোয়াক্কা না করেই করোনায় আক্রান্ত রোগীদের সেবা করে চলেছিলেন ওই নার্স। ডিউটি ছিল ইনটেনসিভ কেয়ার ইউনিটে। যাবতীয় সুরক্ষা নেওয়া সত্ত্বেও স্পর্শ বাঁচিয়ে চলার উপায় ছিল না। ভাইরাস তাকে ছেড়ে কথা বলেনি। সুযোগে থাবা বসায়।
করোনা সংক্রামিতদের সেবা করতে গিয়ে, তার শরীরেও প্রকট হয়ে ওঠে উপসর্গ। এটা যে হতে পারে, জানতেন। ভিতরে ভয় থাকলেও, মনকে তাই বুঝিয়েছিলেন পালালে হবে না। করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ দেখে আর অপেক্ষা করেননি। সবার অলক্ষ্যে আত্মহত্যা করেন ড্যানিয়েলা ট্রেজি নামে ৩৪ বছর বয়সী ওই নার্স।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে করোনায় মৃত্যুপুরী হয়ে ওঠা ইতালির লম্বার্ডির এক হাসপাতালে। 'ইতালির ন্যাশনাল ফেডারেশন অফ নার্সেস'র তরফে জানানো হয়, ভাইরাস ছড়াতে পারে এই আশঙ্কায় অত্যন্ত স্ট্রেসের মধ্য দিয়ে যাচ্ছিলেন ড্যানিয়েলা। সেই স্ট্রেস থেকেই করোনার ধাক্কা তিনি নিতে পারেননি।
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ইতালিতে ৬৮৩ জন মারা গিয়েছেন। মৃত ও আক্রান্তের সংখ্যা রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মঙ্গলবার (২৪ মার্চ) এই সংখ্যাটা ছিল ৭৪৩ জন। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৫০৩ জনে। এর মধ্যে ৩১ জন মেডিক্যাল টিমের সদস্য।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ