চীনের সীমানা পেরিয়ে বিশ্বজুগে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়াল। বিভিন্ন দেশে মোট ২৪ হাজার ৭৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে চীনের উহান থেকে উৎপত্তি এই ভাইরাস।
এদিকে মঙ্গলবার রাতেই ভারতজুড়ে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনেকেই নিজের রাজ্য থেকে বাইরে বেরিয়ে অন্য রাজ্যে গেছিলেন কাজের খোঁজে, কিন্তু লকডাউনে সেখানেই আটকে পড়েছেন তাঁরা।
হাতে টাকা-পয়সা ফুরিয়ে আসাতে ১৪ এপ্রিল পর্যন্ত ঘরের বাইরে ভিনরাজ্যে কীভাবে কাটাবেন একথা ভেবে কুলকিনারা পাচ্ছিলেন না এই বাবা। উত্তরপ্রদেশের গ্রাম থেকে দিল্লিতে কাজের জন্যে আসা ওই ব্যক্তি ছেলেকে কাঁধে নিয়েই পায়ে হেঁটে বাড়ি ফিরলেন।
২১ দিনের এই লকডাউন পর্বে কীভাবে দিল্লিতে দিন পার হবে তাঁদের, কোনও বিকল্প না দেখে, বাবা কাঁধে তুলে নিয়েছিলেন ১০ মাসের ছেলেকে, স্ত্রীকে সঙ্গে নিয়ে সেখান থেকে প্রায় ১৫০ কিমি দূরে নিজের গ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। টানা দু’দিন হাঁটার পর পৌঁছন নিজের গ্রামে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ