২ এপ্রিল, ২০২০ ০৪:৫৯

করোনার বিষাক্ত ছোবল এবার কাড়ল দেড় মাসের শিশুর প্রাণ

অনলাইন ডেস্ক

করোনার বিষাক্ত ছোবল এবার কাড়ল দেড় মাসের শিশুর প্রাণ

প্রতীকী ছবি

প্রাণঘাতী করোনাভাইরাসের বিষাক্ত ছোবলে বিশ্বজুড়ে প্রতি মুহূর্তে দীর্ঘ হচ্ছে লাশের সারি।  ভাইরাসটি এর উৎপত্তিস্থল চীনের উহানে তাণ্ডব চালিয়ে আঘাত হানে ইউরোপজুড়ে। ইতালি-স্পেনকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস।

এই ভাইরাসের ছোবলে মানুষ মরছে আমেরিকাতেও। যদিও করোনাভাইরাসে বয়স্করাই সবচেয়ে বেশি মারা যাচ্ছেন। তবে তরুণরাও ঝুঁকিমুক্ত নয় বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আক্রান্ত হচ্ছে শিশুরাও। এবার যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেল মাত্র দেড় মাস বয়সী এক শিশুর।

বুধবার কানেক্টিকাটের গভর্নর নেড ল্যামন্ট এক টুইটে জানান, গত সপ্তাহে হার্টফোর্ড এলাকায় ছয় সপ্তাহ বয়সী অসুস্থ এক শিশুকে হাসপাতালে নেয়া হয়েছিল। অনেক দেরি করে নেয়ায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। গতকাল জানা গেছে, শিশুটি করোনা পজেটিভ ছিল।

গভর্নর বলেন, এটি খুবই হৃদয়বিদারক। আমাদের বিশ্বাস, এখন পর্যন্ত যেকোনও জায়গায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে সবচেয়ে কম বয়সীর প্রাণহানি এটাই।

গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। ইতোমধ্যেই সেখানে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে, মারা গেছেন চার হাজারেরও বেশি। দেশটিতে করোনায় সবচেয়ে বেশি ভুগছে নিউ ইয়র্ক, নিউ জার্সি ও মিশিগান।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯০৮ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজারেরও বেশি। এদিন দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন অন্তত ২৫ হাজার ৬৭৬ জন।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি করোনায় ভুক্তভোগী নিউ ইয়র্ক। গোটা দেশের প্রায় ৪০ শতাংশ রোগীই এ অঙ্গরাজ্যের। বুধবার এ অঞ্চলে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ৯১৭ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৭১২ জন। এদিন সেখানে মারা গেছেন আরও ৩১৯ জন। ফলে শুধু নিউ ইয়র্কেই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৪১ জন। সূত্র: সিএনএন

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর