বিশ্বে করোনাভাইরাসে ৪৬ হাজারেও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। আক্রান্ত হয়েছে ৯ লাখেরও বেশি। মৃত্যুতে সবার ওপরে ইতালি (১২ হাজার ৪২৮ জন)। এরপর স্পেন (৯ হাজার ৫৩ জন)। আক্রান্তের সংখ্যায় সবার ওপরেই রয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার ওয়ার্ল্ডওমিটার এ তথ্য জানিয়েছে।
বুধবার যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯০৮ জন। এখন পর্যন্ত এটাই যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজারেরও বেশি।
দেশটিতে করোনায় সবচেয়ে বেশি ভুগছে নিউ ইয়র্ক ও নিউ জার্সি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন