বিশ্বজুড়ে এক ভয়ানক আতঙ্কের নাম করোনাভাইরাস। এই করোনা শুধু যে প্রবীণদের নয়, সুযোগ বুঝে শিশুদের শরীরেও মরণ কামড় বসাচ্ছে, হাতের সামনে তারই প্রমাণ দিলো ইন্দোনেশিয়ার ১১ বছরের এক বালিকা। পরিসংখ্যানের হিসাবে করোনাভাইরাসে নবীন বা শিশুমৃত্যুর হার নগণ্য হলেও, একদম উপেক্ষা করা যায় না।
ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রালয়ের সূত্রে খবর, মৃত সেই বালিকার বয়স ১১ বছর। গত ১৯ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু পরের প্রায় দু-সপ্তাহ ধরে পরিস্থিতি ক্রমে খারাপ হতে থাকে তার। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে, গতকাল বুধবার করোনা আক্রান্ত শিশুটি মারা যায়।
চিকিৎসকরা জানান, কোভিড-১৯ সংক্রমণের আগে থেকেই ডেঙ্গুরর জ্বরে ভুগছিল শিশুটি। যে কারণে পরিস্থিতি ক্রমে জটিলতর হতে থাকে। ইন্দোনেশিয়ায় এখনও পর্যন্ত ১৬৬৭ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। গতকাল বুধবার পর্যন্ত মারা গেছেন ১৫৭ জন। এর মধ্যে ১১ জন চিকিৎসকও রয়েছেন, যারা করোনা আক্রান্তদের চিকিৎসা করছিলেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ