পাকিস্তানের পাঞ্জাবে রায়ওয়াইন্ড তাবলিগি মারকাজে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪১ হয়েছে। সেখানে আরও ১৪ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। প্রাদেশিক রাজধানীর অন্যান্য অংশে গত ২৪ ঘণ্টার মধ্যে ১৫ জনকে পরীক্ষার পরে টেস্ট পজিটিভ হয়েছে বলে জানা গেছে।
পাঞ্জাব স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রাওয়ালপিন্ডির বেনজির ভুট্টো হাসপাতালে একজন প্রবীণ লোক (করোনা) ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। ৮৩ বছর বয়সী এই বৃদ্ধ সম্প্রতি ইংল্যান্ড থেকে এসেছিলেন।
পাকিস্তানে এ পর্যন্ত কভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ২৩৮ জন এবং মারা গেছে ৩২ জন।
বিডি প্রতিদিন/ফারজানা