২ এপ্রিল, ২০২০ ১৫:৩২

মাগুরায় হোম কোয়ারেন্টাইনে ১০৬ জন

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় হোম কোয়ারেন্টাইনে ১০৬ জন

মাগুরা জেলায় আজ বৃহস্পতিবার পর্যন্ত ৩৯৭ জন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। যাদের মধ্যে ২৯১ জন নির্ধারিত সময় পেরিয়ে নিরাপদ হিসেবে চিহিৃত হওয়ায় তাদেরকে হোম কোয়ারেন্টাইন মুক্ত করা হয়েছে। বাকি ১০৬ জন এখনো হোম কোয়ারেন্টাইনে আছেন।

মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা বৃহস্পতিবার এ তথ্য দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিদেশ থেকে ফেরত আসার পর ২ সপ্তাহের মধ্যে শরীরে করোনা সংক্রমণের উপযোগী কোন উপসর্গ না পাওয়া যাওয়ায় ২৯১ জনকে ইতিমধ্যে হোম কোয়ারেন্টাইন মুক্ত করা হয়েছে। ১০৬ জন এখনো হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 

বিডি প্রতিদিন/মজুমদার

সর্বশেষ খবর