শিরোনাম
২ এপ্রিল, ২০২০ ১৯:৫৮

করোনায় ঝুঁকি নিয়ে কাজ করা বীরদের স্যালুট বুর্জ খলিফার (ভিডিও)

অনলাইন ডেস্ক

করোনায় ঝুঁকি নিয়ে কাজ করা বীরদের স্যালুট বুর্জ খলিফার  (ভিডিও)

গেল বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে বিশ্বের দুই শত দেশে করোনা হানা দিয়েছে। বিশ্বব্যাপী এ পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় ৫০ হাজার এবং আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৬০ হাজার ছাড়িয়ে। 

এই প্রাণঘাতী করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশে দেশে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর। সেসব সত্যিকারের ‘বীরদের’ আলোকসজ্জার মাধ্যমে স্যালুট জানিয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার দুবাইয়ের বুর্জ খলিফা।

বিশ্বের সবচেয়ে বড় এলইডি স্ক্রিনে সম্মান জানানোর সেই ভিডিও দৃশ্য পোস্ট করা হয়েছে বুর্জ খলিফার অফিসিয়াল টুইটার পেজে। তাতে বলা হয়েছে, “আমাদের আশা ও সাহস দেওয়ায় সত্যিকারের হিরো তোমাদের অনেক ধন্যবাদ।”

এরপর ধন্যবাদ জানানো হয় ফার্স্ট রেসপন্ডারর্স, ডাক্তার, নার্স, প্যারামেডিকসদের। ধন্যবাদ জানানো হয় স্বাস্থ্য-সুরক্ষা ইউনিট, পুলিশ বাহিনী, চেকিং ইউনিটস, সিভিল ডিফেন্স, স্যানিটেশন দল, ট্রান্সপোর্ট ইউনিটে জড়িতদের এবং মাঠ পর্যায়ে কাজ করা সংবাদকর্মী, শিক্ষক ও স্বেচ্ছাসেবকদের।

 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর