৪ এপ্রিল, ২০২০ ১২:৪২

আইন না মানলে অস্ট্রেলিয়া থেকে বের করে দেওয়ার হুমকি

অনলাইন ডেস্ক

আইন না মানলে অস্ট্রেলিয়া থেকে বের করে দেওয়ার হুমকি

গত ১ এপ্রিল তোলা ছবিতে অস্ট্রেলিয়ার সিডনির পোতাশ্রয়

যেসব পর্যটক সামাজিক দূরত্ব বজায় রাখা সংক্রান্ত সরকারি নির্দেশনা মানছেন না তাদের অস্ট্রেলিয়া থেকে বের করে দেয়ার হুমকি দেওয়া হয়েছে। আজ শনিবার সংবাদ সম্মেলনে দেশটির ভারপ্রাপ্ত অভিবাসন মন্ত্রী অ্যালান টাজ এ হুমকি দিয়েছেন।

তিনি বলেন, প্রথমত, দেশের আইন না মানলে আপনাদের (পর্যটকদের) জরিমানা হবে। দ্বিতীয়ত, ভিসার শর্ত না মানলে এবং তার প্রমাণ পেলে আপনাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে। ভবিষ্যতে অস্ট্রেলিয়া আসার ক্ষেত্রে আপনার নামের পিছনে একটা দাগ থাকবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

এসময় অস্ট্রেলিয়ান অভিবাসন মন্ত্রী অ্যালান টাজ বিদেশি পর্যটকদের অস্ট্রেলিয়ার ছাড়ার অনুরোধ জানান। 

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় আজ শনিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৫৪ জন এবং মারা গেছেন ২৮ জন। 

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর