লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলায় জ্বর, সর্দি ও কাশি নিয়ে মফিজুল ইসলাম (৩২) নামে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বেজগ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। ওই এলাকার পারখা নবাব উদ্দিনের ছেলে।
জানা গেছে, গত কয়েকদিন ধরে তিনি জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। এছাড়াও তার হাঁপানি রোগ ছিল।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাঈম হোসেন জানান, তিনি জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরে করোনা ছিল কি না তা পরীক্ষা করার সুযোগ হয়নি।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন জানান, মৃত ওই ব্যক্তির করোনা আক্রান্তের উপসর্গ না থাকায় পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়নি।
বিডি প্রতিদিন/আরাফাত