নরসিংদী জেলার ৬ উপজেলার বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত করোনা উপসর্গ সন্দেহে ৪৫ জনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। নরসিংদীর ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত সবগুলো নমুনার ফলাফল পাওয়া যায়নি। যেগুলোর ফলাফল পাওয়া গেছে তারমধ্যে নরসিংদীতে কোন করোনা রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।
নমুনা সংগ্রহ করা উপজেলাগুলোর মধ্যে নরসিংদী সদরে ৭ জন, পলাশে ১০ জন, শিবপুরে ৭ জন, মনোহরদীতে ৭ জন, বেলাবতে ৭ জন ও রায়পুরা উপজেলায় ৭ জন।
এদিকে সোমবার আইইডিসিআর কর্তৃক ব্রিফিংয়ে নরসিংদীতে ১ জন করোনা রোগী শনাক্ত করা গেছে মর্মে যে তথ্য উল্লেখ করা হয়েছে তা ভুলবশত হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নরসিংদী করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস।
তিনি জানান, নরসিংদীর ওই ব্যক্তি যখন দেশে এসেছিলেন তখন পরীক্ষায় করোনা সংক্রমণের উপসর্গ পাওয়া গিয়েছিল। পরে তাকে গাজীপুরের একটি রিসোর্টে আইসোলেশনে রাখা হয়। সর্বশেষ গত ২৯ মার্চ পুনরায় তার করোনা পরীক্ষায় ফলাফল আসে যে তার দেহে করোনা ভাইরাস পাওয়া যায়নি। তিনি বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন। তবে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আতংক এড়াতে তার পরিচয় গোপন রাখা হচ্ছে। নরসিংদীর এই বাসিন্দার প্রথম যে করোনা পাওয়া গিয়েছিল আইইডিসিআর ভুলক্রমে আগের তথ্য আজকে প্রকাশ করেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ